Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
কাকারা শাহ ওমর মাজার
Details

 

কাকারা ইউনিয়নের শাহ ওমর মাজার চকরিয়ার একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান। কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় এবং পবিত্রতম মাজার হিসেবে শাহ ওমরের মাজার পূণ্যার্থী ভক্তদের কাছে অনন্য মর্যাদা অভিষিক্ত। ইতিহাস, ঐতিহ্য এবং ধর্মীয় অনুভূতির ত্রিমুখী চেতনায় কাকারা শাও ওমরের মাজার চকরিয়ার প্রাচীন কৃষ্টি ও মুসলিম সভ্যতার অন্যতম প্রতীক।আনুমানিক ৬০ একর জমি ব্যাপী বিস্তৃত এলাকায় মুসলিম কৃষ্টিতে নির্মিত মাজার , মাজার সংলগ্ন মসজিদ এবং ৪ টি বড় পুকুর পুরো এলাকাটিতে ধর্মীয় আবহের পবিত্রতার সাথে সাথে প্রাকৃতিক মুগ্ধতান অনুস্বর করে রেখেছে। মাজার সংলগ্ন পুকুর গুলোতে রয়েছে চিত্র-বিচিত্র বড়াকৃতি অসংখ্য গজাল মাছ। এগুলো কেউ খায় না, এগুলোকে ভক্তরা খাওয়ায়। মাজারে স্বর্গীয় অনুভূতির বিমল প্রশান্তিতে মন-প্রান ভরে উঠে। প্রতিদিন বহু পূণ্যার্থী শাহ ওমর মাজার পরিদশন করেন।